জুভেন্টাস কোচের চোখে দুই আর্জেন্টাইন তরুণ
জয়ের বৃত্তেই আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শুক্রবার ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফ্রোজিনোনেকে উড়িয়ে দিয়েছে দলটি। আর এ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন দলের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। আর তাই এ তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলের কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। এছাড়াও তুরিনদের নজরে থাকা ইন্টার মিলানের আরেক আর্জেন্টাইন তরুণ মাউরো ইকার্দিকে সম্পর্কেও কথা বলেছেন এ কোচ।
আগের দিন ম্যাচের ৬ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন দিবালা। এরপর লিওনার্দো বানুচ্চি ও ক্রিস্তিয়ানো রোনালদোও তার সঙ্গে যোগ দিয়েছেন। ফলে ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে তুরিনরা। আর শুধু গোল করেই নয়, পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন দিবালা। কার্যকরী বেশ কিছু পাসও দিয়েছিলেন।
আর দিবালার ম্যাচ জেতানো এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস গোপন করেননি আলেগ্রি, ‘একজন স্ট্রাইকার গোল করার উপরই বেঁচে থাকে। আমি পাওলোকে নিয়ে খুব খুশী। জুভেন্টাসের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল যে লাইনের মাঝে খেলতে পারে। এবং দিবালা এ কাজে খুবই দক্ষ।’
দিবালার পারফরম্যান্সের কার্যকরী বর্ণনাও দিয়েছেন জুভেন্টাস কোচ, ‘অনেক দিন থেকেই আমাদের একজন স্ট্রাইকার ছিল। এখন আমাদের দুইজন আছে। তার মানে এখন খেলার ধরণ একটু ভিন্ন। তাই এখন দৌড়ানোর মতো খুব বেশি জায়গা নেই। কিন্তু আমি দেখেছি দিবালা সঠিক সময় সঠিক জায়গায় গিয়েছে এবং পাস দিয়েছে। সে হয়তো খুব বেশি গোল করেনি।’
দিবালা দারুণ ছন্দে থাকলেও ইন্টার মিলানে সংগ্রাম করছেন আরেক আর্জেন্টাইন ইকার্দি। সম্প্রতি কেড়ে নেওয়া হয়েছে তার অধিনায়কত্ব। এমনকি একাদশেও জায়গা পাচ্ছেন না। অথচ এ স্ট্রাইকারকে অনেক দিন থেকেই চাইছেন আলেগ্রি। তার সম্পর্কে জানতে চাইলে জুভেন্টাস কোচ বললেন, ‘ইকার্দি হলো একজন সেন্টার ফরোয়ার্ড যে গোল করে। সে একজন তরুণ। তার সামনে অনেক পথ পড়ে আছে। কিন্তু আমি সবসময় বলে থাকি একজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে হলে তাকে প্রশিক্ষিত করতে হবে। প্রতিভার সন্ধান বিভিন্ন কোচের বিভিন্ন রকম।’
Comments