সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪৯ জন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যে ৪৯ জন দলীয় মনোনয়ন দাখিল করেছেন তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এই আসনগুলোতে সবার মনোনয়নপত্র বৈধ হওয়ায় ও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সাংসদ হওয়ার পথে তাদের কোনো বাধা নেই।
রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন আগামীকাল রোববার প্রকাশ করবে। তিনি বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। কিন্তু মনোনয়নপ্রাপ্তদের কেউ শেষ সময় পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, একাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চার জন ও ওয়ার্কার্স পার্টির এক জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসনগুলোতে প্রার্থী মনোনীত করতে পারে। সেই হিসাব অনুযায়ী এবার আওয়ামী লীগ ৪৩ জন, জাতীয় পার্টি চার জন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট একজন, ওয়ার্কার্স পার্টি একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন সংরক্ষিত আসনে এমপি হবেন।
এর আগে ১২ ফেব্রুয়ারি ৪৯ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছিল।
Comments