আগারগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ঢাকার আগারগাঁওয়ে প্রতিবেশীর দ্বারা আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুন্সি বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৪৫) নিজেকে বাংলাদেশ বেতারের শিল্পী বলে দাবি করেছেন। তিনি যে পরিচয়পত্র দিয়েছেন তা যাচাই করে দেখা হচ্ছে।
ঘটনা সম্পর্কে ওসি বলেন, শিশুটির বাবা-মা রাস্তার পাশে ভাত-তরকারি বিক্রি করেন। তারা বাসায় না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী রাজ্জাক শিশুটিকে প্রলোভন দেখিয়ে দুপুর পৌনে ১২টার দিকে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটি নিজেই বাসা থেকে পালিয়ে আসে উল্লেখ করে ওসি বলেন, সঙ্গে সঙ্গে তারা রাজ্জাককে গ্রেপ্তার করেছেন।
তিনি আরও বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Comments