আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারি কারাগারে
কক্সবাজারের টেকনাফে যে ইয়াবা কারবারিরা আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে তাদের আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা ব্যবসায়ীদের আসামী করে আজ টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। আসামীদের আটক দেখিয়ে আজই টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন তাদের সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার আদালত পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম। আসামীরা জেলা কারাগারে অন্তরীণ আছেন।
এই মামলার বাদী হয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) শহীদ ইবনে আলম। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন পরিদর্শক (তদন্ত) এ বি এম দোজা।
আরও পড়ুন: আত্মসমর্পণকারীদের মধ্যে ভাই-ভাগ্নেসহ ৭ ইয়াবা চোরাকারবারি বদির আত্মীয়
Comments