অমর একুশে গ্রন্থমেলা

হঠাৎ বৃষ্টিতে বইয়ের ক্ষতি

ফাল্গুনের সকালে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্টলের হাজারো বইয়ের ক্ষতি হয়েছে।
bookfair rain
১৭ ফেব্রুয়ারি ২০১৯, সকালে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্টলের হাজারো বইয়ের ক্ষতি হয়েছে। ছবি: প্রবীর দাশ

ফাল্গুনের সকালে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্টলের হাজারো বইয়ের ক্ষতি হয়েছে।

আমাদের ফটোসাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, সকালের বৃষ্টি থেমে যেতেই স্টল মালিকেরা গ্রন্থমেলা চত্বরে ছুটে গিয়ে দেখেন বহু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য বই ভেজা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

কামরুল নামের এক বই বিক্রেতা দ্য ডেইলি স্টারকে বলেন, “বৃষ্টিপাতের কবল থেকে গ্রন্থমেলাকে বাঁচাতে আগামী বছরগুলোতে আরও টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে প্রকাশকদের নিয়মিত লোকসান গুণতে হবে।”

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

bookfair rain 1
ছবি: প্রবীর দাশ

এতে জনজীবনে স্বস্তি ফিরলেও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago