মেসিদের সতর্ক করে দিলেন পিকে
টানা তিন ম্যাচ ড্র করার পর আগের রাতে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। তাও নুন্যতম গোলের ব্যবধানে। সে গোলও এসেছে আবার পেনাল্টি থেকে। বেশ কিছু সহজ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি দলের ফরোয়ার্ডরা। এ পরিসংখ্যান মাথায় রেখেই মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে বার্সেলোনা। তাই খেলায় উন্নতি করার সতর্কবার্তা সতীর্থদের দিলেন দলের অন্যতম তারকা জেরার্দ পিকে।
ভায়াদলিদের বিপক্ষে প্রথমার্ধের পুরোটাই খোলসে বন্দী ছিল বার্সেলোনা। যদিও শেষ দিকে বিতর্কিত এক পেনাল্টি পেয়ে এগিয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে দলটি। বেশ কিছু সহজ সুযোগ সৃষ্টি করে। গোলরক্ষককে একাও পেয়েছেন অনেকবার। পেয়েছিলেন খালি বার পোস্টও। এমনকি আরও একটি পেনাল্টিও পায়। কিন্তু বল আর জালে প্রবেশ করাতে পারেননি ফরোয়ার্ডরা। তাতেই চিন্তা বেড়েছে দলটির।
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে খেলোয়াড় ফর্ম বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ছন্দে নেই খেলোয়াড়রা। ইনজুরি থেকে ফিরে এখনও সেরা ছন্দ খুঁজে পাননি মেসি। একই অবস্থা ওসমান দেম্বেলেরও। সুয়ারেজ তো আগের দিন এমন সব মিস করেছেন যার প্রতিটাই গোল হওয়া উচিৎ ছিল। তাই সতীর্থদের ফিরে আসার বার্তা দিলেন পিকে, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। না হলে খুব বাজে সময় কাটাতে হবে মঙ্গলবারের ম্যাচটাতে।’
দলের এমন বোতলবন্দী অবস্থার কথা উল্লেখ করে বার্সা ডিফেন্ডার বললেন, ‘আমরা আমাদের সেরাটা উপহার দিতে পারিনি। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনভাবে হয়নি। তবে ভালো দিক হলো আমরা ম্যাচটা জিততে পেরেছি।’
পিকেকে ফাউল করার কারণে যে পেনাল্টি মেলে বার্সার, তা থেকেই গোল করেছিলেন মেসি। তবে সে পেনাল্টি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ডিবক্সের মাঝে পিকেকে হালকাভাবেই ছুঁয়েছিলেন মিচেল। এ নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। পিকে মনে করছেন রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন, ‘আমাকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছিলো। কাঁধে ধরেছিলো, এটা পেনাল্টিই ছিলো।’
Comments