আবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা বেশ কয়েকটি এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে তিতাস সূত্রে জানা গেছে। শনিবার সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়তে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার রাজধানীর বড় একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। ছবি: রাশেদ সুমন

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা বেশ কয়েকটি এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে তিতাস সূত্রে জানা গেছে। শনিবার সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়তে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ধানমন্ডি, জিগাতলা, রামপুরা বনশ্রী ও ঢাকার পুরনো অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গ্যাস পাইপলাইন সরানো হবে। এ কারণেই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কারিগরি ত্রুটির কারণে গতকাল শনিবার সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছিল। রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর আশুলিয়া গ্যাস স্টেশনের একটি ভালভ অকেজো হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়।

পূর্ব ঘোষণা ছাড়াই এদিন গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর ও হাজারিবাগ এলাকার মানুষকে ঘুম থেকে উঠেই ভোগান্তিতে পড়তে হয়েছিল।

Comments