কাশ্মীরে আরও ৪ ভারতীয় সেনা নিহত
চারদিন আগে কাশ্মীরের যে পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৪ জন সদস্য সেই জেলায় নতুন করে প্রাণ হারালো আরও চার ভারতীয় সেনা।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে আমাদের দিল্লি সংবাদদাতা জানান, আজ (১৮ ফেব্রুয়ারি) ভোরে পুলওয়ামা জেলার পিংলান এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালানোর সময় জঙ্গি হামলায় একজন ভারতীয় সামরিক কর্মকর্তা ও তিন জওয়ান নিহত হয়েছেন।
এ সময় একজন সাধারণ ব্যক্তিও নিহত হয়েছেন উল্লেখ করে সূত্র জানায়- সেই এলাকাটি এখনো ঘিরে রাখা হয়েছে।
Comments