প্রিমিয়ার লিগের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে অংশ নেওয়া ক্লাবগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ১২ দল নিয়ে চার গ্রুপে ভাগ হওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, শেষ হবে ৩ মার্চ। এই কারণে প্রিমিয়ার লিগ ১ মার্চ থেকে পিছিয়ে শুরু হবে ৮ মার্চ থেকে।
সোমবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম।
জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের জন্য বিপিএলের বাইরে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে গত বছর থেকেই চিন্তা করছিল সিসিডিএম। এবার সীমিত আকারে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানান ইনাম।
১২ দলকে চার গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা হবে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি। প্রতি গ্রুপের শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। ১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্ট দিয়েই প্রিমিয়ার লিগের আগে ক্লাবগুলো নিজেদের ঝালাই করার যেমন সুযোগ পাচ্ছে, কাজি ইনাম মনে করেন এতে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও এতে পাচ্ছেন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ, ‘এবার প্রিমিয়ার লিগের আগে ছোট আকারে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছি। টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে ১২টি দল নিয়ে। চারটা গ্রুপে দলগুলোকে ভাগ করে নেব। তাহলে সব মিলিয়ে ১৫টি ম্যাচ হবে। প্রত্যেক দল অন্তত ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।’
টুর্নামেন্টের ম্যাচগুলোর টি-টোয়েন্টি মর্যাদার চেষ্টা করা হচ্ছে বলেও জানান সিসিডিএম প্রধান।
Comments