ইনজুরিতে বার্সেলোনার আরও এক ফুটবলার

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে ঘোষিত বার্সেলোনার স্কোয়াডে আছেন স্যামুয়েল উমতিতি। নিঃসন্দেহে ক্লাবটির জন্য দারুণ সংবাদ। কিন্তু একটি সংবাদ শুনতে না শুনতেই ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরিতে পড়েছেন দলের আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার থমাস ভারমালেন।
ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে ঘোষিত বার্সেলোনার স্কোয়াডে আছেন স্যামুয়েল উমতিতি। নিঃসন্দেহে ক্লাবটির জন্য দারুণ সংবাদ। কিন্তু একটি সংবাদ শুনতে না শুনতেই ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরিতে পড়েছেন দলের আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার থমাস ভারমালেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ডান পায়ের মাংসপেশির চোটে পড়েছেন ভারমালেন। ঠিক কত দিনের জন্য ছিটকে গেছেন তা উল্লেখ করেনি তারা। তবে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে পরছেন এ বেলজিয়ান। ২০১৪ সালে আর্সেনাল থেকে ইনজুরি নিয়েই বার্সেলোনায় পা রাখেন ভারমালেন। সেবার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস।

এরপর গত পাঁচ বছরে মোট ১৫ বার ইনজুরিতে পড়েছেন। মাঝে অবশ্য এক মৌসুম ধারে এএস রোমায় খেলেছেন। কাতালান ক্লাবের হয়ে পড়েছেন ১২বার। আর এ সময়ে মাঠের বাইরে ছিলেন ৫৬৪ দিন। বার্সার হয়ে ৪৪১ দিন। ম্যাচ মিস করেছেন মোট ১২০টি। চলতি বছরে বার্সেলোনার খেলা ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১১ ম্যাচে খেলার মতো ফিটনেস ছিল তার। খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ।

ভারমালেনের এ ইনজুরি নিঃসন্দেহে দুশ্চিন্তার বিশয় বার্সেলোনার জন্য। সামনেই টানা চারটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের। শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগে লিঁওর বিপক্ষে। এরপর সেভিয়ার মাঠে আতিথেয়তা নেওয়ার পরের সপ্তাহে টানা দুটি এল ক্লাসিকো ম্যাচ বার্নাব্যুতে খেলবে দলটি।

চলতি মৌসুমের প্রায় অধিকাংশ সময়েই কমপক্ষে অর্ধ ডজন খেলোয়াড় ছিলেন ইনজুরিতে। একজন ফিরলে তো আরেকজন সিরিয়াল দিয়ে দেন। কদিন আগেই বার্সেলোনার নতুন জাভি খ্যাত আর্থুর মেলো পড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। কমপক্ষে চার সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। এছাড়া অতিরিক্ত গোলরক্ষক জ্যাস্পার সিলেসেন ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে। দেড় মাসের বেশি সময় তাকে পাচ্ছে না দলটি। আর গত নভেম্বর থেকে তো ছয় মাসের জন্য ছিটকে গেছেন রাফিনহা।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

7h ago