১৬ ইনিংস পর সাব্বিরের ফিফটি

Sabbir Rahman
ছবি: এএফপি

সময়ের হিসাবে দেড় বছরেরও বেশি, সেই ২০১৭ সালের ২৪ মে ওয়ানডেতে পঞ্চম ফিফটি করেছিলেন সাব্বির রহমান। এরপর ১৬ ইনিংসে খরা কাটিয়ে পেলেন দ্বিতীয় ফিফটি।

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ বলে ফিফটিতে পৌঁছান সাব্বির। পরিস্থিতি বিবেচনায় এই ফিফটির মাহাত্মও অনেক। রান তাড়ায় দলের চরম বিপর্যয়ে নেমে দিয়েছেন স্বস্তি।

৩৩০ রান তাড়ায় ৪০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যখন মুশফিকুর রহিম আউট হন তখন ক্রিজে যান সাব্বির। ৬১ রানের মাথায় বিদায় নেন মাহমুদউল্লাহও। দল তখন একশোর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। সেখান থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে জুটি গড়ে দলকে পার করান তিন অঙ্ক। জয়ের সম্ভাবনা থেকে অনেকটা দূরে থাকলেও তদের ১০১ রানের জুটিতে বিব্রতকর পরিস্থিতি কিছুটা এড়াতে পেরেছে বাংলাদেশ।

জুটিতে বেশ অগ্রনী সাব্বিরই। শুরু থেকেই ছিলেন সাবলীল। শৃঙ্খলাভঙ্গ করে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞায় ছিলেন সাব্বির। এই সফরের আগে নিষেধাজ্ঞা কমিয়ে তাকে দলে নেওয়া হয়। প্রথম ম্যাচে ১৩ রান করে আউট হলেও দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৪৩ রান। 

 

Comments

The Daily Star  | English

Trump won't say if US will strike Iran, but says it's 'late to be talking'

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago