পদ্মা সেতু: ৮ স্প্যানে ১২০০ মিটার দৃশ্যমান
পদ্মা সেতুতে যুক্ত হয়েছে আরও একটি স্প্যান। আজ (২০ ফেব্রুয়ারি) দুপুরে সেতুর জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর ‘৬-ই’ নম্বর সম্বলিত অষ্টম স্প্যানটি বসানো হয়।
এর আগে, সেতুর জজিরা প্রান্তে ১০৫০ মিটার এবং মাওয়া প্রান্তে ১৫০ মিটার দৃশ্যমান ছিল। অষ্টম স্প্যান বসানোর পর দুই প্রান্ত মিলিয়ে পদ্মা সেতু এখন ১২০০ মিটার দৃশ্যমান।
প্রকৌশলীরা ইতোপূর্বে ৭টি স্প্যান বসানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো জটিলতা ছাড়াই এই স্প্যান বসানোর কাজ সমাপ্ত করেন। আগামী ১০ মার্চের মধ্যে জাজিরা প্রান্তের ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির ওপর ‘৬-ডি’ নম্বর সম্বলিত আরেকটি স্প্যান বসানোর কথা রয়েছে।
এদিকে, পদ্মায় এখন তীব্র স্রোত নেই, কেটে গেছে নকশা জটিলতা, সময়টাও অনুকূলে। আর সেটিকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। এর আগে, জাজিরা প্রান্তে ৬টি ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে ১টি স্প্যান বসানো হয়।
পদ্মা সেতুর একজন দায়িত্বশীল প্রকৌশলী জানান, সেতুর সব খুঁটির নকশা সম্পন্ন হওয়ায় এখন সেতুটি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়েছে। তারা যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেন। সবকিছু মিলিয়ে এখন সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হতে পারে ২০২০ সালে।
Comments