নেপাল থেকে ফিরে হাসপাতালে জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসানের শারীরিক অবস্থা ভালো নেই। তিনি রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন।
গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে সর্দি-জ্বরে আক্রান্ত হন। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ শুটিং শেষে দেশে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা বেগতিক দেখে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
চিকিৎসক জানিয়েছেন, ঠান্ডাজনিত সমস্যা, অস্বাভাবিক রক্তচাপ, ডায়াবেটিস এসব কারণে অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। তবে, এখন অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। সব ঠিক থাকলে আজই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন তিনি।
এদিকে চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত দুটি আলোচিত ছবি। এরমধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ এবং অন্যটি যৌথ-প্রযোজনার ছবি ‘হলুদ বনি’।
জাহিদ হাসান। ছবি: স্টার
Comments