পাইপলাইন মেরামতের জন্য এবার গ্যাস বন্ধ
ঢাকায় দুই দফায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আজ আবার ধানমন্ডি এলাকায় পাইপলাইন মেরামতের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
আজ বুধবার বিকেলে ধানমন্ডি-২৭ এর কাছে মিরপুর রোডে একটি বাসে আগুন লেগে যাওয়ার পর পাইপলাইনে ছিদ্র থাকার ব্যাপারটি সামনে আসে। ছিদ্র দিয়ে বেরিয়ে আসা গ্যাস থেকে বাসে আগুন লাগার এই ঘটনায় আট জন আহত হয়েছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মো. কামরুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ধানমন্ডি ২৭ এ মিরপুর রোডে ৮ ইঞ্চি গ্যাস পাইপলাইনের ‘ভালভ কিট’ মেরামতের কাজ চলছে। এ কারণে গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে।
রাত ১০টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, এসময়ের মধ্যে ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, গ্রীনরোড, ফার্মগেট, রাজাবাজার, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তবে মিরপুর এলাকা থেকে দুজন ব্যক্তি দ্য ডেইলি স্টারকে টেলিফোনে বলেছেন যে সন্ধ্যার পর থেকে তাদের বাসায় চুলায় গ্যাস নেই।
মেট্রোরেলের নির্মাণকাজের জন্য পাইপলাইন সরাতে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা রাজধানীর প্রায় অর্ধেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
এর আগে শনিবার সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর আশুলিয়া স্টেশনের একটি ভালভ অকেজো হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল সেদিন।
Comments