পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭০

chawkbazar fire
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। ছবি: মাহবুবুর রহমান খান

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজ (২১ ফেব্রুয়ারি) সকালে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে।

গতরাতে ওই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক আহত হয়। সকল সাড়ে ৭টা পর্যন্ত এই ঘটনায় আহত ৪১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলি আহমেদ বলেন, গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে হাজী ওয়াহেদ ম্যানশনের পাঁচ তলা ভবনের নিচ তলায় রাসায়নিক গুদামে আগুন ধরে যায়।

তিনি আরো বলেন, আগুন দ্রুত একটি কমিউনিটি সেন্টারসহ আরও তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আহতদের যথাযথ চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

33m ago