ইউনাইটেডের বিপক্ষে নামার আগে জরিমানার কবলে লিভারপুল কোচ

গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে লিভারপুল। তবে সে ম্যাচে নামার আগে জরিমানার কবলে পড়েছেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। ৪৫ হাজার পাউন্ড জরিমানার কথা জানিয়ে দিয়েছে ইংল্যান্ড এফএ।
ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে  ম্যাচে মাঠে নামছে লিভারপুল। তবে সে ম্যাচে নামার আগে জরিমানার কবলে পড়েছেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। ৪৫ হাজার পাউন্ড জরিমানার কথা জানিয়ে দিয়েছে ইংল্যান্ড এফএ।

সপ্তাহ তিনেক আগে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের পরে রেফারি কেভিন ফ্রেন্ড এবং সহকারীদের সঙ্গে মাঠেই তর্কে জড়িয়ে পড়েছিলেন ক্লপ। তার জেরেই এদিন এফএ ৪৫ হাজার পাউন্ড আর্থিক জরিমানা গুনতে হচ্ছে ক্লপকে। এক বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘মাঠে সেদিন রেফারি এবং তার দুই সহকারীর সঙ্গে ক্লপের আচরণ মোটেও গ্রহণযোগ্য ছিল না। লিভারপুল কোচ শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই এই আর্থিক জরিমানা।’

এদিকে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক লিভারপুল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে দলটি। জিতলেও থাকছে ফের শীর্ষে ওঠার হাতছানি। যদিও শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে অলরেডসরা। গোল ব্যবধানে রয়েছে পিছিয়ে। 

তবে ম্যাচটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে। তার উপর নতুন কোচ ওলে গানার সুলশারের অধীনে দারুণ খেলছে ইউনাইটেড। লিগে নয় ম্যাচের আটটিতেই জিতেছেন তিনি। মাঠে নামার আগে এ কোচের ভূয়সী প্রশংসা করেছেন ক্লপ, ‘দায়িত্ব নেওয়ার পর সুলশার যা করেছেন, তা অভাবনীয়। দারুণ কাজ করছেন। তাই তাদের বিপক্ষে ম্যাচটিতে আমাদের ভুগতে হবে।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago