সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না: ওবায়দুল কাদের
দেশের ক্ষমতায় থাকার কারণে সরকার চকবাজার ট্রাজেডির দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কোনো কিছু দেশে ঘটলে যেহেতু সরকার ক্ষমতায় আছে, দায় তো সরকার এড়াতে পারে না।”
আজ (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এ ঘটনার পর সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে সরকার।”
“পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক গুদাম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,” যোগ করেন কাদের।
Comments