টেস্টেও এভাবে প্যাশন নিয়ে ব্যাট করতে চায় বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছিল যে ব্যাটিং টেস্ট সিরিজের আগে সেখান থেকেই আলোর রেখা দেখছেন ওপেনার সাদমান ইসলাম। টেস্টের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে একদিনেই চারশো রান তুলেছে বাংলাদেশ। রান করেছেন প্রায় সবাই। এরমধ্যে সর্বোচ্চ ৬৭ রান করা সাদমান মনে করছেন তারা সবাই প্যাশন নিয়ে ব্যাট করেছেন, এমন ব্যাটিং করতে চান মূল ম্যাচেও।
Shadman Islam
সাদমান ইসলাম, ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডে সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছিল যে ব্যাটিং টেস্ট সিরিজের আগে সেখান থেকেই আলোর রেখা দেখছেন ওপেনার সাদমান ইসলাম। টেস্টের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে একদিনেই চারশো রান তুলেছে বাংলাদেশ। রান করেছেন প্রায় সবাই। এরমধ্যে সর্বোচ্চ ৬৭ রান করা সাদমান মনে করছেন তারা সবাই প্যাশন নিয়ে ব্যাট করেছেন, এমন ব্যাটিং করতে চান মূল ম্যাচেও।

ওয়ানডে সিরিজের আগেই নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিলেন সাদমান ইসলাম, মুমিনুল হকরা। টেস্ট দলের বাকিরাও ওয়ানডে সিরিজের মধ্যেই যোগ দেন দলে। ওয়ানডের মতো প্রস্তুতি ঘাটতি তাদের নেই, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই নামতে পারছেন টেস্টে।

শনিবার থেকে শুরু হওয়া দুদিনের অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশের হয়ে ৪১১ রান করে বাংলাদেশ। সাদমান ছাড়াও ফিফটি পেয়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ। রান পেয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকারও।

দলের সবাই রান পাওয়ায় পুরো কন্ডিশন সম্পর্কে একটা বোঝাপড়ার আভাস দিলেন সাদমান, ‘আজকে ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কিভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। আজ দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।’

ব্যাট হাতে রান পেয়েছেন সব ব্যাটসম্যানই। স্বেচ্ছায় অবসর নিয়েছেন চারজন। তাতে ইঙ্গিত মিলেছে পাকা প্রস্তুতির। সাদমান এই জায়গা থেকে আশা দেখছেন টেস্টেও,  ‘আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।’

নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকেই সেখানকার বাতাস ভুগাচ্ছে বাংলাদেশকে। বাতাস নিয়ে চিন্তায় আছেন দলের পেসাররা। ব্যাটসম্যানদেরও বাতাসের বাও বুঝেই খেলতে হবে। তার তরিকা অবশ্য কোচের কাছ থেকে আয়ত্ত্ব করেই ভালো করতে প্রস্তুত সাদমান,  ‘আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কীভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে।’

১১৩ বলে ৯ চারে ৬৭ রান করে থামেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ানো এই ওপেনার নিজের টেকনিকের উপর ভরসা করেই পেতে চান সাফল্য,  ‘আমি আজকে চেষ্টা করেছি সেভাবেই খেলতে। টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now