‘ঘর ভাঙ্গার পর আর স্কুলে যাই নাই’
রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তির উচ্ছেদ হওয়া প্রায় ১০ হাজার অধিবাসীর একজন রবিন। বুলডোজারের আঘাতে রবিনদের বস্তিঘরটি ভেঙ্গে দেওয়া হলেও যন্ত্রদানব ভাঙ্গতে পারেনি তার শিশুমনের ইচ্ছাগুলো।
গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ভাষানটেকের এই বস্তিটি ভেঙ্গে দেওয়ার পর এখন সেখানে পড়ে রয়েছে বাড়ি-ঘরের ধ্বংসাবশেষ। বাড়িহারা হওয়ার দুদিন পরও সাত বছর বয়সী রবিন আসে সেই ধ্বংসস্তূপের ভেতর তার প্রিয় কিছু পড়ে রয়েছে কী না তা খুঁজতে। সঙ্গে নিয়ে আসে সহপাঠী-প্রতিবেশী আকাশকে।
ভেঙ্গে দেওয়া বস্তির ওপর ফলোআপ স্টোরি করতে গিয়ে গত ২২ ফেব্রুয়ারি দেখা মেলে সেই দুই বালকের। ধ্বংসস্তূপের ওপর বসে একটি ছোট বল নিয়ে খেলছে তারা। রবিন জানায়- এখানেই তাদের ঘর ছিলো। তা ভেঙ্গে দেওয়ার পর এখন তারা আশ্রয় নিয়েছে পাশেই এক আত্মীয়র বাসায়। বলে, “ঘর ভাঙ্গার পর আর স্কুলে যাই নাই। প্রতিদিনই এখানে আসি কিছু আছে কী না খুঁজতে।”
স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়া রবিন সেদিনই পেয়ে যায় তার প্রিয় বলটি। আর সেখানেই আকাশকে নিয়ে খেলতে দেখা যায় তাকে।
Comments