ঢাকা মেডিকেলের গোসলখানা থেকে নবজাতক উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গোসলখানায় একটি নবজাতক পাওয়া গেছে। আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশের একটি দল এসে নবজাতটিকে উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সোয়া ছয়টার দিকে এক নারী হাসপাতালের নতুন ভবনের ২ নম্বর ওয়ার্ডের পাশের গোসলখানায় গিয়ে সেখানে ওই নবজাতককে দেখতে পান। এরপর, তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে ছুটে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। বর্তমানে তাকে নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে।”
এখন পর্যন্ত নবজাতকটির মা, বাবা বা কোনো আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি।
Comments