চকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহত প্রত্যেকের পরিবারের জন্য সরকারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
victim family
পুরান ঢাকার চকবাজারে গত বুধবার (২০ ফেব্রুয়ারি, ২০১৯) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাই ও ভাতিজাকে হারানো এক নারী ঘটনাস্থল দেখতে এসে আহাজারি করছেন। ছবি: আনিসুর রহমান

চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহত প্রত্যেকের পরিবারের জন্য সরকারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। রিটে পুরান ঢাকার চকবাজারে আগুনের কারণ খুঁজে বের করতে ও অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের সনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার জন্য হাইকোর্টের আদেশ দাবি করেছেন তিনি।

একইসঙ্গে ঢাকা থেকে রাসায়নিক গুদাম অন্যত্র স্থানান্তর এবং অননুমোদিত ভবন ভেঙে ফেলার জন্য সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশনা চেয়েছেন তিনি।

এছাড়াও, রিটে নিমতলীতে আগুন লাগার ঘটনার পর চকবাজার থেকে রাসায়নিক গুদাম না সরানোয় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “চকবাজার এলাকায় জনগণের নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।”

আগামীকাল এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

Comments