‘বিমান ছিনতাইকারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে’
কমান্ডো অপারেশনের মাধ্যমে আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘ছিনতাইকারীকে’ আহত অবস্থায় আটক করার পর তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।
সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তার কথাবার্তায় অসংলগ্নভাব ছিলো বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর উড়োজাহাজের ভেতরে থাকা ‘ছিনতাইকারীকে’ আহত অবস্থায় আটক করা হলে পরে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, আজ বিকালে ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ময়ূরপঙ্খী নামের বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। একজন যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে উড়োজাহাজটিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উড়োজাহাজটিকে ঘিরে রাখে।
তারপর যাত্রীদের নিরাপদে উড়োজাহাজটি থেকে নামিয়ে আনা হয়।
সেসময় বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক বলেন, একজন যাত্রীর সন্দেহজনক আচরণের প্রেক্ষিতে একজন কেবিন ক্রু সদস্য অ্যালার্ম বাজান। এরপর, পাইলট উড়োজাহাজটির জরুরি অবতরণ ঘটান।
Comments