দিবালার গোলে জয় পেল জুভেন্টাস
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। যদিও অবনমন অঞ্চলের দল বোলোনিয়ার বিপক্ষে প্রত্যাশা মেটাতে পারেনি দলটি। তবে আর্জেন্টাইন তরুণ তারকা পাওলো দিবালার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে টানা সাত বারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছিল বোলোনিয়া। বেশ কিছু সুযোগও পেয়েছিল। মুহুর্মুহু আক্রমণ করেও গোল পায়নি। উল্টো নিজেদের ভুলে গোল খেয়ে হার মানতে হয় তাদের। আর স্বস্তির জইয়ে মাঠ ছাড়ে তুরিনরা।
তৃতীয় মিনিটেই গোল পেতে পারতো বোলোনিয়া। মিচেল দিকসের ক্রসে দারুণ এক ব্যাকহিল করেছিলেন ফেদ্রেরিকো সান্তান্দার। তবে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ১১ মিনিটে গোল করার মতো আবারও সুযোগ পায় তারা। দানিলোর পাস থেকে নিকোলা সানসোনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর সান্তান্দারের আরও একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
২৪তম মিনিটে সিমোনে এদেরার শট বার ঘেঁষে বাইরে চলে লেগে হতাশা বাড়ে স্বাগতিকদের। ২৯তম মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল দলটি। এবারও সান্তান্দেরের শট বার ঘেঁষে বাইরে চলে যায়। তিন মিনিট পর অবশ্য সুযোগ পেয়েছিল জুভেন্টাসও। ফেদেরিকো বের্নারদেস্কি কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
৫৫তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় জুভেন্টাস। কর্নার থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে বলের লাইন মিস করেন গোলরক্ষক চেজনি। জটলায় বল পেয়ে যান ইভাইমা এমবায়ে। তার শট আলেক্স সান্দ্রো ঠেকিয়ে দিলে সে যাত্রা রক্ষা পায় জুভেন্টাস।
১২ মিনিট পর কাঙ্ক্ষিত গোলটি পায় অতিথিরা। তবে এ গোলে দায় রয়েছে ডিফেন্ডার ফিলিপ হালেন্দারের। ব্লেইস মাতুইদির ক্রস ডি-বক্সে ঠিকভাবে ফেরাতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান দিবালা। বাঁ পায়ের শটে গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন এ আর্জেন্টাইন।
Comments