শাহরিয়ার নাফীসকে ছাপিয়ে শুভাগতের ঝড়
বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে শাহরিয়ার নাফীসের ব্যাটে শক্ত পূঁজি পেয়েছিল লিজেন্ড অব রূপগঞ্জ। রান তাড়ায় সাব্বির হোসেনের শুরুর পর ঝড় তুলে দলকে কিনারে আনেন শুভাগত হোম চৌধুরী। শেষটা চার-ছয় মেরে দলকে জেতান দেলোয়ার হোসেন। প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ১১৫ রান করে রূপগঞ্জ। তিন বল হাতে রেখে ওই রান পেরিয়ে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচ জিতেই তাই সি গ্রুপে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল শাইনপুকুর।
১৩ ওভারে ১১৬ রানের লক্ষ্যে নেমে ওপেন করতে নামা সোহারাওয়ার্দি শুভ ফেরেন ১৬ রান করে। আফিফ হোসেন ধ্রুব, ধীমান ঘোষ দ্রুত ফিরলে চাপে পড়ে শাইনপুকুর। পাঁচে নেমে অধিনায়ক শুভাগত তুলেন ঝড়। মাত্র ১০ বলে ২ চার আর ৩ ছক্কায় ম্যাচ করে দেন সহজ।
শেষ দিকে নেমে মাত্র ২ বল খেলে এক চার আর এক ছক্কায় খেলা শেষ করে দেন দেলোয়ার।
এর আগে টস হেরে আগে ব্যাট পেয়ে শুরুতে ঠিক ঝড় তুলতে পারেনি রূপগঞ্জ। ৬ষ্ঠ ওভারে গিয়ে দুই ওপেনার ৩৪ রান তুলে বিচ্ছিন্ন হন। ১৯ বলে ১৯ করে ফেরেন মোহাম্মদ নাইম শেখ। খানিক পর বিদায় নেন সালাউদ্দিন পাপ্পুও।
ওয়ানডাউনে নেমে ঝড় তুলেন শাহরিয়ার নাফীস। মাত্র ২৪ বলে ২ চার আর চার ছক্কায় ৪৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটে দল পায় চ্যালেঞ্জিং স্কোর।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ড অব রূপগঞ্জ: ১৩ ওভারে ১১৫/৫ ( সালাউদ্দিন ১৪, নাইম ১৯, নাফীস ৪৬*, মেহেদী ৬, জাকের ১১, মুক্তার ১১, নাঈম ১৫* ; সুজন ২/২৩, হামিদুল ১/১৬, দেলোয়ার ০/৩১, সোহরাওয়ার্দি ২/১২, শুভাগত ০/১৪, টিপু ০/১৭)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১২.৩ ওভারে ১১৭/৫ (সাব্বির ৩২, সোহরাওয়ার্দি ১৬, আফিফ ৮, তৌহিদ ৯, শুভাগত ৩২, ধীমান ৬, দেলোয়ার ১০ ; শহীদ ১/২৯, আসিফ ১/১৪, নাবিল ১/২৭, নাঈম ০/২২, মুক্তার ১/২৫)
ফল: শাইনপুকুর ৫ উইকেটে জয়ী।
Comments