ডাকসু নির্বাচন: প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সম্মিলিত প্যানেল
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সম্মিলিত প্যানেল ঘোষণা করা হয়েছে।
এতে ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, (সাধারণ সম্পাদক) পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির এবং এজিএস (সহ-সম্পাদক) পদে সাদিকুল ইসলাকে মনোনীত করা হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ প্যানেল ঘোষণা করেন।
Comments