কলকাতায় শুভ’র দুর্দান্ত সূচনা
প্রথমবারের মতো আরিফিন শুভ অভিনীত কলকাতার ছবি ‘আহা রে’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ছবিটি সেখানকার দর্শকরা বেশ পছন্দ করছে।
‘আহা রে’ ছবিতে শুভ’র বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। দ্বিতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করেছেন দুজনে। এর আগে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে জুটি হয়েছিলেন শুভ আর ঋতুপর্ণা।
আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কলকাতার দর্শকদের কাছ থেকে ‘আহা রে’ ছবিটি নিয়ে প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছি। তারা বেশ পছন্দ করছে ছবিটি। এটি আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। সেখানকার মিডিয়ার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি।”
“এছাড়াও, দুজন মানুষের কথা না বললেই নয়। তাদের একজন হলেন ছবির পরিচালক রঞ্জন ঘোষ এবং অন্যজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,” যোগ করেন শুভ।
Comments