মানিকের হ্যাটট্রিকের পর বিকেএসপির নাটকীয় জয়

যুবদলের তরুণদের নিয়া গড়া বিকেএসপি দারুণ বোলিংয়ে অল্প রানে বেধে রেখেছিল প্রাইম দোলেশ্বরকে। কিন্তু ব্যাট করতে গিয়ে তারা পড়ে পেসার মানিক খানের তোপে। হ্যাটট্রিক করে বিকেএসপিকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে শামীম হোসেন আর আকবর আলীর ব্যাটে ফের খেলায় ফিরে তারা। তবে শেষের নাটকীয়তায় ম্যাচ হয়ে যায় টাই।
Manik Khan
ম্যাচ সেরা মানিক খান

যুবদলের তরুণদের নিয়া গড়া বিকেএসপি দারুণ বোলিংয়ে অল্প রানে বেধে রেখেছিল প্রাইম দোলেশ্বরকে। কিন্তু ব্যাট করতে গিয়ে তারা পড়ে পেসার মানিক খানের তোপে। হ্যাটট্রিক করে বিকেএসপিকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে শামীম হোসেন আর আকবর আলীর ব্যাটে ফের খেলায় ফিরে তারা। তবে শেষের নাটকীয়তায় ম্যাচ হয়ে যায় টাই।

ফতুল্লায় প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে সুপার ওভারে গড়ানো ম্যাচ ২ রানে জিতেছে বিকেএসপি । আগে ব্যাট করে দোলেশ্বরের ১১১ রানের জবাবে ঠিক ১১১ রানেই থামে বিকেএসপি। সুপার ওভারে ৬ রান করেছিল বিকেএসপি। জবাবে মাত্র ৪ রান করতে পারে দোলেশ্বর।

টস জিতে ব্যাট করতে গিয়ে সুমন খান আর মুকিদুল ইসলামের তোপের মুখে পড়ে দোলেশ্বর। ৩৭ রানে হারিয়ে বসে ৪ উইকেট। পরে মাহমুদুল হাসানের ব্যাটে একশো পার করে তারা। মাহমুদুল ৪৩ বলে করেন ৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমেই মানিকের ছিন্নভিন্ন হয়ে যায় বিকেএসপির টপ অর্ডার। হ্যাটট্রিকসহ প্রথম চার ব্যাটসম্যানকেই আউট করেন মানিক। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা দলকে আলোয় ফেরান শামীম ও আকবর। দুজনের ব্যাটে ঘুরে যায় ম্যাচের ছবি। ৮০ রানের জুটির পর ফেরেন ৪৫ করা শামীম। খানিক পর দ্রুত উইকেট হারাতে থাকে বিকেএসপি।

শেষ ওভারে জেতার জন্য তাদের দরকার দাঁড়ায় ১০ রান। ওই ওভারে দুই রান আউটের পর বিকেএসপি তুলে ৯ রান। ম্যাচ হয়ে যায় টাই।

পরে সুপার ওভারে জয়ৎসব করেছে বিকেএসপির তরুণরা।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব :   ২০ ওভারে ১১১/৯ (সৈকত ১, আরাফাত ২৯, সাইফ ১, মার্শাল ৪, মাহমুদুল ৪১, তাইবুর ১৭, জসিমুদ্দিন ৪, ফরহাদ ২, সানি ১, মানিক ৭*, এনামুল জুনিয়র ০*;  সুমন ৩/১৮, মুকিদুল ২/৩৮, কাইয়ুম ১/১০, শামীম ০/৫, হাসান ০/২২, নওশাদ ১/১৭)

বিকেএসপি :  ২০ ওভারে ১১১ (ফরহাদ ০, রাতুল ৩, পারভেজ ০, আমিনুল ৭, শামীম ৪৫, আকবর ৪১*, কাইয়ুম ০, নওশাদ ০, সুমন ৬*, মুকিদল ৭, হাসান ১;   মানিক খান ৪/১২, ফরহাদ ০/১৩, আরাফাত ০/১৫, সানি ০/৩২, এনামুল জুনিয়র ০/১৮, মাহমুদুল ০/১৫, তাইবুর ১/৩)

সুপার ওভার: বিকেএসপি    ৬/২ ,  দোলেশ্বর     ৪/২

ফল: সুপার ওভারে বিকেএসপি ২ রানে জয়ী।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago