সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আবাহনী

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট হাতে করলেন দারুণ এক হাফসেঞ্চুরি। এরপর বল হাতেও দুর্দান্ত সাব্বির রহমান। তার অলরাউন্ড নৈপুণ্যেই প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে জয় দিয়ে সূচনা করেছে লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে দলটি।

বাজে সময় ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির। সে ধারা ধরে রেখে নিউজিল্যান্ডে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও খেললেন দারুণ। দলের ইনিংস মেরামত করে তুলে নিয়েছেন কার্যকরী ফিফটি। আর ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পেল আবাহনী।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আবাহনী। দলীয় ৭ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার মুনীম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। তবে তৃতীয় উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে দলের হাল ধরেন সাব্বির। গড়েন ৫২ রানের জুটি। এরপর মোসাদ্দেক ফিরে গেলেও এক প্রান্ত ধরে রেখে জাহিদ জাভেদকে নিয়ে ৫৮ রানের জুটিতে লড়াই করার পুঁজি এনে দেন সাব্বির।

দলের পক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন সাব্বির। ৪৩ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৩৩ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন জাভেদ। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ২৩ রান। ব্রাদার্সের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও রনি হোসেন।

১৫১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার ফজলে রাব্বিকে হারায় ব্রাদার্স। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার মিজানুর রহমানকে নিয়ে দলের হাল ধরেন দুর্দান্ত ছন্দে থাকা ইয়াসির আলী রাব্বি। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের দারুণ এক জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। কিন্তু এ জুটি ভাঙার পর আর কেউ দায়িত্ব নিতে না পারলে ২৫ রান দূরে থামে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ইয়াসির। ৩১ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ২৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শরিফুল্লাহ। ৩৮ বলে ৩০ রান করেন মিজানুর। আবাহনীর পক্ষে ২৬ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু। ১৬ রানে ২টি উইকেট পান সাব্বির।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: ২০ ওভারে ১৫০/৭ (মুনীম ৩, শান্ত ৩, সাব্বির ৫৮, মোসাদ্দেক ২৩, জাভেদ ৪৪, আবদুল্লাহ ৬, তাপস ৪, সাকিল ১*; মেহেদী ২/২৬, হাবিবুর ১/১৩, রনি ২/৩২, শাখাওয়াত ১/২৫, শাহাজাদা ১/২৭, শরিফুল্লাহ ০/২৪)।

ব্রাদার্স ইউনিয়ন: ২০ ওভারে ১২৫/৭ (মিজানুর ৩০, ফজলে ০, ইয়াসির ৪১, শরিফুল্লাহ ৩১*, হাবিবুর ৪, শাহাজাদা ৩, হামিদুল ৮, শরিফুল ০, শাখাওয়াত ০*; মোসাদ্দেক ১/৬, রুবেল ০/২২, আরিফুল ০/১৫, অপু ৩/২৬, জাহিদ ০/১০, তাপস ১/২৫, সাব্বির ২/১৬)।

ফলাফল: আবাহনী লিমিটেড ২৫ রানে জয়ী।

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago