পৃথিবীর ‘স্বাস্থ্যবান’ ১০ দেশ

সুস্বাস্থ্যের অধিকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। মোট ১৬৯টি দেশের জনগণের জীবনযাত্রার মান, খাদ্যাভাস, গড় আয়ু এবং পরিবেশগত দিকগুলো বিবেচনায় এনে তৈরি করা হয়েছে ‘স্বাস্থ্যবান দেশের’ এই সূচক।
Healthiest Country

সুস্বাস্থ্যের অধিকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। মোট ১৬৯টি দেশের জনগণের জীবনযাত্রার মান, খাদ্যাভাস, গড় আয়ু এবং পরিবেশগত দিকগুলো বিবেচনায় এনে তৈরি করা হয়েছে ‘স্বাস্থ্যবান দেশের’ এই সূচক।

গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ‘ব্লুমবার্গ হেলথিয়েস্ট কান্ট্রি ইনডেক্স’ শিরোনামের প্রতিবেদনে দেখা যায়- এ বছর ‘স্বাস্থ্যবান’ দেশের তালিকায় প্রথমে রয়েছে স্পেন। দেশটি ২০১৭ সালের ব্লুমবার্গ তালিকায় ৬ষ্ঠ অবস্থানে ছিলো। গত দুই বছরে স্বাস্থ্যখাতে স্পেনের এমন উন্নতি অন্যান্য দেশের জন্য ঈর্ষণীয় বলে মন্তব্য করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এ বছরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত বছর তালিকায় প্রথম অবস্থানে ছিলো ভূমধ্যসাগর ঘিরে থাকা এই দেশটি।

তালিকায় ৩য়, ৪র্থ এবং ৫ম অবস্থানে রয়েছে যথাক্রমে- আইসল্যান্ড, জাপান এবং সুইজারল্যান্ড। ২০১৭ সালের তালিকায় আইসল্যান্ডের অবস্থান ছিলো ২য় এবং সুইজারল্যান্ডের অবস্থান ছিলো ৩য়।

তালিকায় শীর্ষ ১০-এ থাকা এশিয়ার অন্যতম ‘স্বাস্থ্যবান’ দেশ জাপান ২০১৭ সালে ছিলো ৭ম অবস্থানে। গত দুই বছরে স্বাস্থ্যখাতে তিন ধাপ এগিয়েছে সূর্যোদয়ের দেশটি।

শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে- সুইডেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নরওয়ে এবং ইসরাইল।

প্রথম ৫০টি দেশের তালিকায় এশিয়া মহাদেশ থেকে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৭), বাহরাইন (৩৬), কাতার (৩৭), মালদ্বীপ (৩৮), লেবানন (৩৯), ব্রুনাই (৪৪), সংযুক্ত আরব আমিরাত (৪৬) এবং ওমান (৪৯)।

এই তালিকায় অর্থনৈতিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র রয়েছে ৩৫তম অবস্থানে এবং দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনের অবস্থান ৫২।

তালিকাটি তৈরি করতে ব্লুমবার্গ তথ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের জনসংখ্যা বিভাগ এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন সূত্র থেকে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago