প্রথম টেস্টর আগে ফিট মিঠুন, সম্ভাবনা কম মুশফিকের
দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করার সময় চোটে পড়ে ছিটকে যাওয়া মোহাম্মদ মিঠুন সেরে উঠেছেন। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়ার আশা বড় হয়েছে বাংলাদেশের। তবে শঙ্কা রয়ে গেছে মুশফিকুর রহিমকে নিয়ে। অন্তত প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা একেবারেই কম।
নিউজিল্যান্ডে যাওয়ার আগে থেকেই চোট সমস্যায় জর্জর বাংলাদেশ। টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটে যেতেই পারেননি। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ পর দল যখন টেস্টে অন্তত কিছু একটা করে দেখানোর খোঁজ করছে তখন আবার দলের দুই ব্যাটসম্যান ভুগছেন চোটে।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মিঠুন সেরে উঠলেও পাঁজরের চোটে দলের অন্যতম ভরসা মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ।
হ্যামিল্টনে পৌঁছে দলের চোটের হালনাগাদ জানিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস, হ্যাঁ মিঠুন ঠিক হয়ে যাবে। তবে আমি মুশফিকের ব্যাপারে নিশ্চিত নই। তার ব্যাপারে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। মিঠুনের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, সে ছন্দে আছে। ওয়ানডেতে তার দুটি ভালো ইনিংস আছে।’
দল সূত্রে জানা গেছে অন্তত আরও কয়েকদিন বিশ্রাম নিতে হবে মুশফিককে। আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা না হলেও ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তাই খুবই সামান্য। তবে মুশফিক না থাকলেও একদম ব্যাকফুটে চলে যাওয়ার ইচ্ছা নেই রোডসের। বরং যারা আছেন তাদের দিয়েই জারি রাখতে চান লড়াই, ‘তবে একাদশে যারাই থাকবে দেশের জন্য সেরাটা দিবে। আন্তর্জাতিক ক্রিকেটে চোট সমস্যা থাকবেই। এসব সমস্যা মোকাবেলা করেই খেলতে হবে। মুশফিক না খেললে লিটন দাস আছে উইকেটকিপিং করবে। ব্যাটও করবেই। সে জানে তার দায়িত্ব। মুশফিকের অভাব পূরণের চেষ্টা করবে।’
Comments