মোস্তাফিজের কাছ থেকে তালিম নিচ্ছেন ইবাদতরা
আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ আর ইবাদত হোসেন ঘিরে আছেন মোস্তাফিজুর রহমানকে। কীভাবে বল ফেললে মিলবে সাফল্য। মোস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে দিচ্ছেন পরামর্শ। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ থাকলেও সতীর্থের কাছ থেকেই তালিম নেওয়ার কথা জানালেন ইবাদত হোসেন।
ডানহাতি পেসার ইবাদত এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তবে নিউজিল্যান্ড সফর এটাই প্রথম নয় তার। ২০১৭ সালে বিশাল বহরের সঙ্গে তিনিও গিয়েছিলেন তবে সেটি ছিল কেবল কন্ডিশনের সঙ্গে চেনাপরিচিতি পেতে।
এবার মূল দলেরই অংশ তিনি। হ্যামিল্টনে প্রথম টেস্টেই হয়ে যেতে পারে তার অভিষেক। দলের বাকি তিন পেসারের মধ্যে সৈয়দ খালেদ আহমেদ খেলেছেন কেবল একটা টেস্ট,আবু জায়েদ রাহির ঝুলিতে আছেন তিন টেস্ট। ১২ টেস্ট খেলেও সবচেয়ে অভিজ্ঞ তাই মোস্তাফিজ।
টেস্ট অভিজ্ঞতায় এগিয়ে, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তো বটেই। মেধা আর সাফল্যেও মোস্তাফিজ তাদের চেয়ে ঢের এগিয়ে। ইবাদত তাই নিউজিল্যান্ডের মাঠে টেস্টে বল করার বাও বুঝতে শরণ নেন মোস্তাফিজের। হ্যামিল্টনে প্রথম টেস্টে নামার আগে নিজেদের প্রস্তুতির সে কথাই জানালেন তিনি, ‘এখন আমি, রাহি, খালেদ এবং সাথে মোস্তাফিজ আছি। মোস্তাফিজের কিন্তু ওয়ানডে, টেস্ট এবং টি টুয়েন্টিতে অনেক অভিজ্ঞতা আছে। আমি, খালেদ এবং রাহি মিলে তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি লেন্থ বল করলে ভালো হবে। সে যেটি বললো যে উইকেটে নতুন বলের ব্যবহার আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর যত ধারাবাহিকভাবে বল করা যায়।’
‘মোস্তাফিজ আরেকটি বিষয় বললো যে আমরা ওভারে যে ছয়টি বল পাই সেখানে আমরা চারটি বল ধারাবাহিকভাবে করবো আর দুটি বল আমরা চেষ্টা করবো যেন উইকেট টেকিং হয়। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। ওর কাছ থেকে আমরা অনেক সাহায্য পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথম ম্যাচে ভালো করার চেষ্টা করবো।'
মোস্তাফিজের কাছ থেকে তালিম নিয়েছেন বটে তবে মূল পরিকল্পনা বাতলে দিচ্ছেন পেস বোলিং কোচ ওয়ালশই, এমনকি গুরুর পরামর্শে নাকি জেতার চিন্তাও করছেন তারা, 'ওখানে যাওয়ার পরে কোচেরও কিছু পরিকল্পনা ছিলো। আমরা আসলে বোলার এবং কোচ মিলে একটি মিটিং করেছিলাম। এটা আসলে আমাদের মিটিং, দলের মিটিং না। আমরা চেয়েছি কীভাবে কাজে লাগানো যায় সবকিছু।’
‘কোর্টনি ওয়ালশ আমাদের যে জিনিসটা বললো যে আমরা চারজন মিলে যদি ২০ উইকেট নিতে পারি তাহলে এখানে টেস্ট জেতা সম্ভব। উনি আমাদের ওপর যথেষ্ট বিশ্বাস রেখেছেন। তিনি আসলে আমাদের নিয়ে অনেক আশাবাদী। আমরা চার জন যদি ২০ উইকেট নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি টেস্ট জেতার।'
Comments