ভারতের ৯ বিমানবন্দর এবং পাকিস্তানের সব বাণিজ্যিক বিমান সেবা বন্ধ

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তরাঞ্চলীয় নয়টি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে, একই কারণে দেশের সব বাণিজ্যিক বিমান পরিবহন সেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
India Pakistan Air Close

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তরাঞ্চলীয় নয়টি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে, একই কারণে দেশের সব বাণিজ্যিক বিমান পরিবহন সেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কৌশলগত কারণে অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, শ্রীনগর, জম্মু, লেহ, সিমলা, কানগ্রা, কুল্লু মানালি বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচলের অনুমতি রহিত করা হয়েছে।

দেশটির বেশ কয়েকটি বিমান সংস্থা অপারেশন বাতিলের ব্যাপারে বিবৃতি জারি করেছে। এক টুইটবার্তায় ভিস্তারা এয়ারলাইন্স বলছে, অমৃতসর, শ্রীনগর, চণ্ডীগড় ও জম্মুর সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে, আনুষ্ঠানিকভাবে দেশের সব ধরনের বাণিজ্যিক বিমান পরিবহন সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিএএ) এক টুইটবার্তায় বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক ও সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার পক্ষ থেকে বিবৃতি দেওয়ার পর বাণিজ্যিক বিমান পরিবহন সেবার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

17m ago