ন্যান্সি-কন্যার অভিষেক
কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি রোদেলোর কণ্ঠ পাওয়া যাবে।
গানটির সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম। আর মেয়ের গাওয়া গানটিতে হামিং দিয়েছেন ন্যান্সি।
আগামী ১ মার্চ গানটি রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থীর পুরো নাম মারজিয়া বুশরা রোদেলা।
ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মেয়ে গাইলো আর আমি হামিং দিলাম। বিষয়টি অবশ্যই আমার কাছে অন্যরকম। গান বাজনার প্রতি রোদেলার আগ্রহ দেখে আমিও অবাক। সবসময় চাইছি সে যেনো নিজের মতো করে বড় হয়। সেটিই হচ্ছে। পড়াশুনার পাশাপাশি গানের প্রতিও সমান গুরুত্ব দিচ্ছে সে।”
“বাসায় আমিই ওকে গান শেখাচ্ছি। মায়ের মতো কিছু হোক তা আমি চাই না। রোদেলা ওর মতোই বেড়ে উঠুক। যদি নিয়মিত গান গাইতে চায় তাহলে অবশ্যই গাইবে,” যোগ করেন ন্যান্সি।
রোদেলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “জীবনে প্রথমবারের মতো মাইক্রোফোন এর সামনে দাঁড়ালাম। আমি অনেক এক্সাইটেড। মীর মাসুম আংকেলকে অনেক ধন্যবাদ। গানটি গাওয়ার সময় তিনি আমাকে সাহস যুগিয়েছেন।”
Comments