মোহামেডানের সান্ত্বনার জয়
দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তাই বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জের লড়াইটা ছিল কেবল নিয়মরক্ষার। মর্যাদারও বটে। আর তাতে জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। রূপগঞ্জকে ৩০ রানে হারিয়েছে তারা। ‘সি’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল আগের দিনই নিশ্চিত করেছেন শাইন পুকুর ক্রিকেট ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে মোহামেডান। জবাবে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ।
মোহামেডানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে রূপগঞ্জ। ওপেনিং জুটিতে আসে ২৭ রান। তবে এরপরই দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে যায় দলটি। তৃতীয় উইকেটে অবশ্য শাহরিয়ার নাফীসকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাঈম ইসলাম। এ জুটি ভাঙার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দায়িত্ব নিতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম। আজমির করেন ১৮ রান। মোহামেডানের পক্ষে দারুণ বোলিং করেছেন স্পিনার সাকলাইন সজীব। ১৫ রানের খরচায় পেয়েছেন ২টি উইকেট। আরেক স্পিনার নিহাদুজ্জামানও দারুণ বল করেছেন। ১৯ রানের খরচায় তিনিও নিয়েছেন ২টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন পেসার শাহাদাত হোসেনও।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানের শুরুটা হয় ভয়াবহ। মোহাম্মদ শহীদের তোপে দলীয় ৫ রানেই হারায় দুই উইকেট। এরপরও থামেনি বিপর্যয়। দলীয় ৬৫ রানেই প্রথম সারির ছয় উইকেট হারিয়ে ফেলে দলটি। ফলে শঙ্কা জাগে একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার। তবে সপ্তম উইকেটে আলাউদ্দিন বাবুর সঙ্গে নাদিফ চৌধুরীর ৫৭ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় দলটি।
৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নাদিফ চৌধুরী। কার্যকরী এ ইনিংসটি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে গড়েন তিনি। এছাড়া ২৩ বলে ৩০ রান করেন বাবু। সমান ২টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। রূপগঞ্জের পক্ষে ৪০ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন শহীদ। মিনহাজুর রহমান নেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড: ২০ ওভারে ১৪৩/৯ (অভিষেক ২২, মজিদ ৪, আশরাফুল ০, ইরফান ১, নাদিফ ৪১*, গাজী ২১, রকিবুল ৮, বাবু ৩০, নিহাদুজ্জামান ৭, শাহাদাত ১, সাকলাইন ৭*; শহীদ ৩/৪০, নাবিল ১/২৪, মিনহাজুর ২/২০, মুক্তার ১/২৮, আসিফ ১/৩০)।
লিজেন্ড অব রূপগঞ্জ: ২০ ওভারে ১১৩/৮ (আজমির ১৮, মোহাম্মদ নাঈম ৯, নাফীস ১৫, নাঈম ইসলাম ২৮, আসিফ ৫, জাকের ২, মুক্তার ১০, আসিফ শহীদ; সাকলাইন ২/১৫, গাজী ১/২২, নিহাদুজ্জামান ২/১৯, শাহাদাত আশরাফুল ০/২২, বাবু ১/১৬)।
ফলাফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩০ রানে জয়ী।
Comments