স্বনামধন্য সাবেক ক্রিকেটার ও কোচ আলতাফ হোসেনের জীবনাবসান
বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিকের সৈনিক, ক্রিকেট অন্তপ্রাণ কোচ, আম্পায়ার ও সাবেক ক্রিকেটার আলতাফ হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে ৮১ বছর বয়সে ঢাকায় নিজ বাসায় জীবনাবসান হয় তার।
সাবেক এই পেস অলরাউন্ডার ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে তৎকালীন পাকিস্তান দলের টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছিলেন । নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সেবার ১৪ জনের দলে থাকলেও টেস্ট খেলা হয়নি তার।
খেলোয়াড়ি জীবনে ক্রিকেটের পাশাপাশি খেলেছেন ফুটবল ও বাস্কেটবল। তবে নাম কুড়িয়েছেন ক্রিকেটেই। ১৯৫৪ সালে কায়েদে আজম ক্লাবে ক্যারিয়ার শুরু করে খেলেছেন মোহামেডান, পিডাব্লিওডি, ইস্ট পাকিস্তান জিমখানা ও শান্তিনগর ক্লাবে।
ক্রিকেটার জীবনের পর কোচ হিসেবে ব্যাপক পরিচিতি পান আলতাফ। প্রথম শ্রেণীর ম্যাচে আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ক্রীড়া ব্যক্তিত্বের জন্ম ১৯৩৮ সালে বর্তমান পশ্চিমবঙ্গের হুগলিতে।
১৯৪৭ সালে দেশ ভাগের পর চলে আসেন ঢাকায়। থিতু হন এখানেই। জীবনের শেষ সময় পর্যন্ত ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা জমিয়ে রেখেছিলেন তিনি।
বুধবার এই গুণী ক্রিকেট ব্যক্তিত্বের জানাজা হবে নাজিম রোডের হোসনি দালান মসজিদে। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে দ্বিতীয় জানাজার পর দাফন করা হবে তাকে।
Comments