বৃষ্টি বাধায় রিজার্ভ ডে’তে গাজী-দোলেশ্বর ম্যাচ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি এক বলও। ফলে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াইটি রিজার্ভ ডে’তে গড়িয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আসরে এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষা ছিল চতুর্থ দলের জন্য। এদিন বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটির। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাধ সাধে বৃষ্টি। বিকাল ৪টা থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা থামে সন্ধ্যা সাড়ে ৭টায়। আর ম্যাচের কাট-আউট সময় ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। তাই বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা হলে লাভ হবে গাজী গ্রুপের। কারণ পয়েন্ট ভাগাভাগি হল সেমিতে উঠে যাবে দলটি। আর ম্যাচ গড়ালে সুযোগ থাকছে বিকেএসপি ও প্রাইম দোলেশ্বরেরও। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন দলটি।
Comments