অপূর্ণাঙ্গ নির্বাচন: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচন অপূর্ণাঙ্গ নির্বাচন। এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন, তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছি।”
mahbub talukder
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ফাইল ছবি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচন অপূর্ণাঙ্গ নির্বাচন। এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন, তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছি।”

মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি কেন্দ্র পরিদর্শন করে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার এসব কথা বলেন। সেই সঙ্গে যে ভোটকেন্দ্রগুলো তিনি পরিদর্শন করেছেন সেগুলতে স্বল্প ভোটার উপস্থিতি ও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট না থাকার একটি চিত্র তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার বলেন,  “রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশ না নেওয়ায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না।”

পরিদর্শন করা ভোটকেন্দ্রগুলো সম্পর্কে তিনি বলেন, “সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই ভবনে অবস্থিত পাঁচটি ভোটকেন্দ্রের ১৫টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। এই পাঁচ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৯,৪১৩ জন।”

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা  সহ্য করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবেন। ভোটারগণ নিজেদের ইচ্ছানুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যা-ই হোক না কেন, নির্বাচনী ব্যবস্থা যেন তাতে প্রভাবিত না হয়, এটাই প্রত্যাশা।

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে চিত্র দেখেছেন তা এখানে তুলে দেওয়া হলো:

কেন্দ্র নম্বর

বুথ নং

  প্রদত্ত ভোট

মন্তব্য

১০২১

৩৭

১৬

 

 

 

 

সকাল ০৮.০০ হতে ১০.০০টা পর্যন্ত প্রদত্ত ভোট দেখানো হয়েছে। এতে কেবল সরকার দলীয় মেয়র প্রার্থী পোলিং এজেন্টে ছাড়া অন্য কোন পোলিং এজেন্টে পাওয়া যায়নি। আমি মোট ২১টি বুথের মধ্যে ১৫টি বুথ পরিদর্শন করি।

 

 

১০২২

১৭

২৫

১০২৩ (নারী কেন্দ্র)

৩৫

১২

১০২৪

১৯

১০০

৩২

১০২৫ (নারী কেন্দ্র)

২৫

৫২

মোট কেন্দ্র ৫টি

মোট বুথ ১৫টি

মোট প্রদত্ত ভোট ৩৮৫টি

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago