ডিএনসিসি উপনির্বাচন

বিপুল ব্যবধানে এগিয়ে আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) শাফিন আহমেদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
atiqul and shafin
আতিকুল ইসলাম এবং শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) শাফিন আহমেদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, ১২৯৫ কেন্দ্রের মধ্যে ৫০৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৩ লাখ ৪ হাজার ৫৪ এবং তার নিকটতম লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ১১ হাজার ৮৬৮ ভোট।

এই ৫০৫ কেন্দ্রে প্রায় ২৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ডিএনসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। আতিকুল ও শাফিন ছাড়াও এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থীরা হলেন- এনপিপির আনিসুর রহমান (আম), পিডিপির শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র আব্দুর রহমান (টেবিল ঘড়ি)।

এদিকে, সকালে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর শাফিন আহমেদ ভোটগ্রহণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ আনলেও, এ প্রেক্ষিতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি।

ভোটগ্রহণ শেষে তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলেও সাংবাদিকদের জানান।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago