রেকর্ড জুটি ভাঙলেও ব্যাকফুটেই টাইগাররা

ইনিংসের শুরুতেই টম লাথাম সুযোগ দিলেও বেশ সাবলীল ব্যাট করেছেন আরেক ওপেনার জিত রাভাল। করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত তাকে ফেরাতে পেরেছে টাইগাররা। বল হাতে নিয়ে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু তারপরও স্বস্তি মিলছে না টাইগারদের। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে টাইগারদের ভোগাচ্ছেন আরেক ওপেনার টম লাথাম।
ছবি: এএফপি

ইনিংসের শুরুতেই টম লাথাম সুযোগ দিলেও বেশ সাবলীল ব্যাট করেছেন আরেক ওপেনার জিত রাভাল। করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত তাকে ফেরাতে পেরেছে টাইগাররা। বল হাতে নিয়ে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু তারপরও স্বস্তি মিলছে না টাইগারদের। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে টাইগারদের ভোগাচ্ছেন আরেক ওপেনার টম লাথাম।

সেই ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসন করেছিলেন ১০৪ রান। এতো দিন পর্যন্ত এটাই ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং জুটি। দেড় যুগ পর সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন লাথাম ও রাভাল। এদিন ২৫৪ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান। তা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। এমনকি দেশটির টেস্ট ইতিহাসে ১২তম সর্বোচ্চ জুটি।

আগের দিনের বিনা উইকেটে ৮৬ রান নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এদিন লাঞ্চের আগেই সংগ্রহ করেছিল ১৯৭ রান। এরপর চা বিরতির আগ পর্যন্ত রাভালের উইকেট হারিয়ে তুলেছে ৩২৬ রান। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে টাইগারদের ভোগান্তি বাড়িয়ে চলেছেন লাথাম। ১৫৬ রানে ব্যাট করা এ ব্যাটসম্যান এদিন সেঞ্চুরি স্পর্শ করেছেন ১৭০ বলে। ২৩২ বলে পৌঁছেছেন দেড়শ রানের কোটায়।

এদিন কিউই ব্যাটসম্যানদের বিপক্ষে টাইগারদের কোন বোলারই সুবিধা করে উঠতে পারেননি। আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেনকে কিউইরা সামলেছেন সাবলীলভাবেও। বাধা হতে পারেননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। একমাত্র সাফল্যটি পেয়েছেন পার্ট টাইম বোলার মাহমুদউল্লাহ।

শুরু থেকেই দারুণ আস্থা নিয়ে ব্যাট করা রাভাল হয়তো পার্ট টাইম বোলার পেয়েই একটু চড়াও হতে গিয়েছিলেন। স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে খালেদের হাতে ধরা পড়েছেন তিনি। তবে এর আগে অভিষেক টেস্ট সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত করেছেন ১৩২ রান। ২২০ বলে এ ইনিংসটি ১৯টি চার ও ১টি ছক্কায় গড়েছেন এ ওপেনার। অধিনায়ক উইলিয়ামসন ব্যাট করছেন ৩৪ রানে।  

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

4h ago