ঢাকা উত্তরের মেয়র পদে আতিকুলের জয়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১ হাজার ২৯৫টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ ৫২ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
Comments