দেশে ফিরতে পেরে ভালো লাগছে: ভারতীয় পাইলট অভিনন্দন
কথা রাখলো পাকিস্তান। ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে তারা। গতকাল ভারতীয় সময় রাত সোয়া নয়টার দিকে অভিনন্দনকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
পাকিস্তানের হাতে আটক হওয়ার পর দ্রুত দেশে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত অভিনন্দন। ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটিই বলা হচ্ছে। অমৃতসর পুলিশের ডেপুটি কমিশনার এস ধীল জানিয়েছেন, অভিনন্দন শুধু হাসছিলেন। দেশে ফিরতে পেরে উনি বেশ খুশি। বলেছেন- এটা ভালো যে, আমার দেশে ফিরতে পেরেছি, দেশে ফিরতে পেরে ভালো লাগছে।”
তবে, গণমাধ্যমের সঙ্গে অভিনন্দনকে কথা বলতে দেওয়া হয়নি। আনুষ্ঠানিক এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের ভাইস এয়ার মার্শাল আরজিকে কাপুর বলেন, “অভিনন্দনের পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হবে। তাকে অনেক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।”
এদিকে, অভিনন্দনের দেশে ফেরার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, একের পর এক খুশির বার্তা দিয়ে টুইট করতে থাকেন সেদেশের রাজনীতিবিদরা, সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফিরে আসার জন্য অভিনন্দন বর্তমানকে স্যালুট জানায় ভারতবাসী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বর্তমানের ফিরে আসার পর এক টুইটবার্তায় লেখেন, “ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগত! আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের সশস্ত্র বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব। বন্দেমাতরম”!
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে।
এই ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। বুধবার সকালে বালাকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। এরপর আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান। পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন দেশটির পাইলট অভিনন্দন। অন্যদিকে পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান।
এরপর, পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে গতকাল ভাষণ দেন ইমরান খান। তিনি বলেন, ‘আমাদের হাতে একজন ভারতীয় পাইলট বন্দী রয়েছেন। আমরা যে শান্তি চাই, সেই নিদর্শন হিসেবে কাল (শুক্রবার) আমরা তাঁকে মুক্তি দেবো।’
Comments