লাদেন পুত্রের জন্যে ১০ লাখ ডলার...!
জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামজার সম্পর্কে তথ্য পেতে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্তির আওতায় হামজার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ এবং অস্ত্র জব্দের নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, গতকাল এক ঘোষণায় সৌদি আরব জানিয়েছে যে, গত নভেম্বর মাসেই তারা একটি রাজকীয় হুকুমের মাধ্যমে হামজার নাগরিকত্ব বাতিল করেছে।
বলা হচ্ছে, লাদেনের এই ছেলে আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরির পর নতুন নেতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। আয়মান আল-জাওয়াহিরিই ২০১৫ সালে একটি অডিও বার্তার মাধ্যমে অল্পবয়সী হামজাকে বাকি দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে হামজা বিন লাদেন আল-কায়েদার অনুসারীদের জন্য কিছু অডিও এবং ভিডিও প্রচার করেছেন।
এসব অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে ওসামা বিন লাদেনের হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা বন্ধুদের উপর আক্রমণের আহ্বান জানিয়েছেন হামজা বিন লাদেন।
Comments