ইনিংস হার এড়াতে লড়ছেন মাহমুদউল্লাহ
পঞ্চম উইকেটে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদের বীরোচিত ব্যাটিংয়ে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ২৩৫ রানের জুটির পর সৌম্য ফিরতেই আবার নামে ধস। সেই ধসের মাঝে টেল এন্ডারদের নিয়ে লড়াই জারি রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৮ উইকেটে ৪২৪ রান করে চতুর্থ দিনের চা বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনো দরকার ৫৭ রান। ১৪১ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
আগের দিনের ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে খেলতে নেমে এদিন প্রায় পুরোটাই রাঙান সৌম্য-মাহমুদউল্লাহ। আগ্রাসী ব্যাট করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া সৌম্যই শুরু দেখান ঝলক। ৯৪ বলে সেঞ্চুরি করে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে ভাগ বসান তামিমের সঙ্গে।
পঞ্চম উইকেটে দুজনের জুটিতে আসে ২৩৫ রান। ১৭১ বলে ১৪৯ করে সৌম্য ফেরার পর দ্রুত বিদায় নেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আবু জায়েদ রাহিও টিকতে পারেননি। ধসে পড়ার মাঝে খালেদ আহমেদকে নিয়ে কোনরকমে সেশন পার করেছেন মাহমুদউল্লাহ।
Comments