‘ইচ্ছে করেই মেসিকে মেরেছেন রামোস’

বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় মহারণ এল ক্লাসিকো। আর গতকাল তাতে দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শুধু তাই নয়, নতুন ইতিহাস গড়েছে দলটি। মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এখন জয় বেশি কাতালান ক্লাবটির। কিন্তু এ সব কিছুর বেশি আলোচনা হচ্ছে রিয়াল অধিনায়ক সের্জিও রামোসের কান্ড নিয়ে। বার্সা অধিনায়ক লিওনেল মেসির মুখে যে চাপর মেরেছেন তিনি।
ছবি: এএফপি

বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় মহারণ এল ক্লাসিকো। আর গতকাল তাতে দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শুধু তাই নয়, নতুন ইতিহাস গড়েছে দলটি। মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এখন জয় বেশি কাতালান ক্লাবটির। কিন্তু এ সব কিছুর বেশি আলোচনা হচ্ছে রিয়াল অধিনায়ক সের্জিও রামোসের কান্ড নিয়ে। বার্সা অধিনায়ক লিওনেল মেসির মুখে যে চাপর মেরেছেন তিনি।

প্রথমার্ধের শেষ সময়ের এ ঘটনায় অবশ্য বড় বাঁচা বেঁচে গিয়েছেন রামোস। রেফারি বিষয়টি এড়িয়ে যান। এমনকি বার্সেলোনার খেলোয়াড়দের আবেদনে ভিএআরের সাহায্যও নেননি রেফারি। রিপ্লেতে দেখা গিয়েছে ইচ্ছে করে মেসির মুখে আঘাত করেছেন রিয়াল অধিনায়ক। শুধু তাই নয়, সে ঘটনার আগেও একবার পা পেছনে টেনে মেসিকে ফেলে দিয়েছিলেন রামোস। আর তাতে তিব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

রিয়ালের সাবেক কোচ হোসে মরিনহোও মনে করছেন ইচ্ছে করেই মেসিকে মেরেছেন রামোস। তবে তার পেছনে একটি যুক্তিও দাঁড় করিয়েছেন তিনি। বিইন স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় হয় ইচ্ছে করেই মেসিকে মেরেছেন রামোস। তবে হয়তো দ্বিতীয়ার্ধে সে ভিন্ন উত্তেজনা আনতে চেষ্টা করেছিল।’

এল ক্লাসিকোর ইতিহাসে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রামোস আছেন দ্বিতীয়তে। ৪২টি এল ক্লাসিকো ম্যাচ খেলেছেন তিনি। তাই এ ম্যাচের উত্তেজনা সম্পর্কে ভালো করেই জানেন এ ডিফেন্ডার। সে অভিজ্ঞতা থেকেই হয়তো দলকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেই মনে করছেন মরিনহো, ‘আমার মনে রামোসের মতো খেলোয়াড় যখন এমনটা করেছে তার মানে সে বুঝতে পেরেছে ম্যাচে কিছু পরিবর্তন আনতে হবে। ম্যাচ তখনও উম্মুক্ত ছিল।’

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

22m ago