শাকিবের ছবিতে ইমন

শুরু হয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিং। ছবিটিতে অপর নায়ক হিসেবে থাকছেন ইমন। তাকে দেখা যাবে শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে।
Emon
অভিনেতা ইমন। ছবি: সংগৃহীত

শুরু হয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিং। ছবিটিতে অপর নায়ক হিসেবে থাকছেন ইমন। তাকে দেখা যাবে শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন শাকিব খান।

ইমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আরও একটি ছবিতে অভিনয় করেছি। এবার দ্বিতীয়বারের মতো কাজ করছি।”

ছবিটিকে একটি ভালো একটা প্রজেক্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।”

একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প তৈরি হয়েছে। গানের শুটিং হবে সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

4h ago