লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান।
সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, “তিনি (কাদের) এখন লাইফ সাপোর্টে রয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
হঠাৎ আসুস্থ্য হয়ে পড়ার পর আজ ভোরে ওবায়দুল কাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ডাক্তাররা তার করোনারি আর্টারিতে তিনটি ব্লক থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তার হার্ট এটাক হয়েছে। তাৎক্ষণিকভাবে তার একটি ধমনিতে রিং বসিয়ে রক্ত চলাচলের পথ তৈরি করে দেওয়া হয়েছে।
তবে তিনি এখনো বিপদমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Comments