নারায়ণগঞ্জের ওসিকে ক্লোজ করতে আইজিপিকে নির্দেশ

hc

ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে ক্লোজ করার জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত বছর ৭ মার্চ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাওয়ার্দী রুবেলের বাড়ি থেকে ৪৯ হাজার ইয়াবা ও পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছিল। এই ঘটনায় হওয়া মামলায় আরেক আসামি পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান হাইকোর্টে জামিন আবেদন করলে তা নাকচ করে বিচারপতি মো. এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সুষ্ঠু তদন্তের স্বার্থে থানার ওসিকে ক্লোজ করার আদেশ দেন।

সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকেও আদেশ দেন হাইকোর্ট।

গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানের আইনজীবী সুজিত চ্যাটার্জি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, তার মক্কেল এবং এএসআই সোহরাওয়ার্দী রুবেল সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেন যে তারা ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও ইয়াবা নিয়ে তাদের ছেড়ে দিতেন। ওসি কামরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা এই কাজ করতেন। তাদের এই স্বীকারোক্তির কথা হাইকোর্টের আমলে রয়েছে।

এই আইনজীবী জানান, মামলা হওয়ার পর এএসআই রুবেল ও কনস্টেবল আসাদুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago