ইমতিয়াজের ফিফটির পর রেজার ঝড় থামিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

sheikh jamal dhanmondi club
ছবি: ফিরোজ আহমেদ

ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে মাঝারি পূঁজি পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওই অল্প পূঁজিতে জ্বলে উঠলেন তাদের বোলাররা। নাসির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদিরা করলেন আঁটসাঁট বোলিং। দুই পেসার শহীদুল ইসলাম আর সালাউদ্দিন শাকিল দরকারি সময়ে পেলেন উইকেট। শেষ দিকে ফরহাদ রেজার ঝড়ের পরও তাই আনায়াসে জিতল শেখ জামাল।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়োয়েন্টির ফাইনালে আগে ব্যাট করে ১৫৭ রান করেছিল শেখ জামাল। রান তাড়ায় গিয়ে ২০ ওভার খেলে প্রাইম দোলেশ্বর করতে পেরেছে  ১৩৩ রান। ২৪ রানে জিতে তাই নতুন এই টি-টোয়েন্টি আসরের শিরোপা ঘরে তুলল নুরুল হাসান সোহানের দল।

টস জিতে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে দারুণ শুরু পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আরেক ওপেনার ফারদীন হাসানের ব্যাট শ্লথ থাকলেও তান্নার ঝড়ে পুষিয়ে চলতে থাকে রানের চাকা।

টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি করে ৪৪ বলে ৫৬ করে তান্না ফেরার পরই অবশ্য পথ হারায় শেখ জামাল। মিডল অর্ডারে পারেননি নাসির হোসেন, হাসানুজ্জামান। এবার আর ঝড় তুলতে পারেননি জিয়াউর রহমানও। অধিনায়ক নুরুল হাসান ধসে পড়া ইনিংসে ধরেন হাল, শেষ দিকে ছোটখাটো ঝড় তুলে দলকে দেড়শ ছাড়িয়ে নেন তানবীর হায়দার।

তবু ওই রানও ছিল না যথেষ্ট। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দোলেশ্বর পায়নি মনমতো শুরু। মোহাম্মদ আরাফাত কিছুটা পেটাতে পারলেও ধুঁকলেন আরেক ওপেনার সাইফ হাসান। পেশিতে টান পড়ে ২৩ বলে ৩৩ করে আরাফাত ফিরতেই থেমে যায় রানের চাকা। ২৮ বল খেলে ২৬ করে আউট হন সাইফ।

ওয়ানডাউনে নেমে অভিজ্ঞ মার্শাল আইয়ুব ৭ বলে ৩ করে শহিদুলের শিকার হন। চারে নেমে করুণ দশা ফরহাদ হোসেনের। টি-টোয়েন্টির সঙ্গে মানাতে না পারা এই ব্যাটসম্যান ১৫ বল নষ্ট করে ৬ রান করে লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদির শিকার হন। তার আগে দোলেশ্বরকে চেপে ধরার কাজটা দারুণভাবে করেছেন এই আফ্রিদি। ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ১ উইকেট তার।

মাঝের ওভারের এই মন্থর গতিতে লক্ষ্যের দিকে যাওয়া কঠিন হয়ে যায় দোলেশ্বরের। শেষ ৩০ বলে দরকার দাঁড়ায় ৭২ রানের।

আগের ম্যাচে ঝড় তুলে দলকে জেতানো অধিনায়ক ফরহাদ রেজা নামেন তখন। নেমে তুলেন ঝড়ও। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। ২ চার আর ৫ ছক্কায় তার ২০ বলে ৪৫ রান কেবল বাড়িয়েছে আফসোস।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি:  ২০ ওভারে ১৫৭/৭  (ফারদীন ১৮, ইমতিয়াজ ৫৬, হাসানুজ্জামান ৪, নাসির ৫, নুরুল ৩৩, জিয়াউর ২, তানবীর ৩১ ইলিয়াস ৪* শহিদুল ০* ; আরফাত ০/২৪, আরাফাত সানি ১/২৫, এনামুল জুনিয়র ১/৩০, মানিক ১/১২, ফরহাদ ৩/৩২, সৈকত ১/৩১)

প্রাইম দোলেশ্বর:  ২০ ওভারে ১৩৩/৮  (সাইফ ২৬, আরাফাত আহত অবসর ৩৩, মার্শাল ৩, ফরহাদ ৬, মাহমুদুল, রেজা ৪৫, সৈকত ২, আছলাম ৩, মানিক ৩, সানি ৩*, এনামুল ০*  ; নাসির ০/২৬,  সালাউদ্দিন ২/৪১,  ইলিয়াস ১/৩৬ , শহীদুল ৪/১৯ , মিনহাজুল ১/১০) 

ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৪ রানে জয়ী।

 

Comments

The Daily Star  | English

New polls timing: BNP upbeat, process irks Jamaat, NCP

The interim government’s revised election timeline with certain conditions has stirred cautious optimism as well as raised questions among  political parties.

9h ago