দ্বিতীয় টেস্টে মুশফিক, তৃতীয় টেস্টেই ফিরছেন সাকিব?
আঙুলের চোটে পড়ে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা টেস্ট অধিনায়ক সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে এই তারকা শতভাগ সুস্থ হলেই কেবল তাকে মাঠে ফেরার পরামর্শ বোর্ড প্রধানের। সুখবর আছে মুশফিকুর রহিমের ব্যাপারেও। চোট থেকে সেরে উঠা এই ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টেই নামতে পারেন।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির ফাইনাল শেষে বোর্ড প্রধান এই দুই ক্রিকেটারের চোটের অবস্থা নিয়ে কথা বলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে নতুন করে আঙুলের চোটে পড়েন সাকিব। সেই চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ছিলেন না, ছিলেন না প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টেও নেই তিনি। ১৬ মার্চ থেকে ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্টে অবশ্য সাকিবের ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল। বোর্ড প্রধান দিলেন তেমনই তথ্য, ‘সাকিবের যেটা হয়েছে। ও তৃতীয় টেস্টটা খেলবে বলেছিল। খেলতে যাবে। ও এমনকি আমি আইসিসির মিটিংয়ে যাওয়ার আগে বলেছিল ম্যাচ অনুশীলনের জন্য এই টি-টোয়েন্টি টুর্নামেন্টেই (ডিপিএল টি-টোয়েন্টি) খেলতে চায়। আমি ভাবছিলাম এখানটায় খেলতে পারলে তো সেকেন্ড টেস্টেও পারবে।’
তবে ফেরার সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ এই তারকাকে নিয়ে কোন রকম ঝুঁকি নেওয়ার পক্ষে নন তিনি, ‘আমি শুনলাম কাল একটা টেস্ট করেছে, আবার তাকে সাতদিনের বিশ্রাম দিয়েছে। আমি মনে করি তৃতীয় টেস্ট যে ওকে খেলতেই হবে এমন না। কারণ সামনে বিশ্বকাপ। আমরা চাই পুরোপুরি সেরে উঠেই সে খেলুক।’
ওয়ানডে সিরিজেই পাঁজরের ব্যথায় পড়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে প্রথম টেস্টে পায়নি বাংলাদেশ। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের আগেই সেরে উঠছেন তিনি। নাজমুল জানালেন, তার ফেরার সম্ভাবনাও এখন অনেক উজ্জ্বল, ‘মুশফিকের সঙ্গে আমার আজও (গতকাল) কথা হয়েছে। ও আজ জিমে গেছে, অনুশীলন করছে। ও আমাকে বলেছে খুব ভাল ফিল করছে। ও বলেছে দ্বিতীয় টেস্ট খেলবে।
তবে বিশ্বকাপ সামনে বলেই মুশফিকের ব্যাপারেও ঝুঁকিমুক্ত হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিসিবি প্রধানের, ‘আমি বলেছি কোন ঝুঁকি নিবে না। একটু যদি সমস্যা থাকে তাহলেও তুমি খেলবে না। যদি ফিজিও বলে সম্পূর্ণ ঠিক আছ তাহলে তুমি খেল। ও বলেছে আমি তো খেলতেই চাচ্ছি।’
Comments