দ্বিতীয় সারির স্কোয়াড নিয়ে ফ্রান্সে ইউনাইটেড

প্রেসনেল কিমপেম্বে ও কিলিয়ান এমবাপের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ফিরতি লেগে দারুণ কিছু করতেই হবে দলটিকে। কিন্তু দ্বিতীয় সারির দল নিয়েই ফ্রান্সে পা রেখেছে দলটি। একাডেমীর ৮ জন খেলোয়াড়কে স্কোয়াডে নিয়েছেন কোচ ওলে গানার সুলশার।
ছবি: এএফপি

প্রেসনেল কিমপেম্বে ও কিলিয়ান এমবাপের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ফিরতি লেগে দারুণ কিছু করতেই হবে দলটিকে। কিন্তু দ্বিতীয় সারির দল নিয়েই ফ্রান্সে পা রেখেছে দলটি। একাডেমীর ৮ জন খেলোয়াড়কে স্কোয়াডে নিয়েছেন কোচ ওলে গানার সুলশার।

মঙ্গলবার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সুলশার। তাতে নেই প্রথম লেগের স্কোয়াডে থাকা ১০ জন খেলোয়াড়। মাত্র ১০ জন সিনিয়র খেলোয়াড় নিয়ে ফ্রান্সে পা রেখেছে দলটি। নিষেধাজ্ঞার কারণে নেই পল পগবা। অসুস্থ ফিল জোন্স। আর জেসে লিংগার্ড, নেমানজা মাতিচ, আন্দের হেরেরা, হুয়ান মাতা, অ্যান্তিনিও ভ্যালেন্সিয়া, মাত্তেও দারমেইন, অ্যান্থনি মার্শিয়াল ও আলেক্সিস সানচেজ রয়েছেন ইনজুরিতে।

ঘাটতি পোষাতে তাই ১৮ বছর বয়সী তরুণ ডিফেন্ডার ব্রান্ডন উইলিয়ামসের মতো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন সুলশার। এছাড়াও ১৭ বছর বয়সী দুই তরুণ স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড ও মিডফিল্ডার জেমস গার্নার, ১৮ বছর বয়সী মিডফিল্ডার আনহেল গোমেজ এবং ১৯ বছর বয়সী ফরোয়ার্ড তাহিথ চোংদের মতো তরুণ জায়গা পেয়েছেন স্কোয়াডে।

২০ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: দাবিদ দি হেয়া, লি গ্রান্ট, সের্জিও রোমেরো।

রক্ষনভাগ: ক্রিস স্ম্যালিং, অ্যাশলে ইয়ং, লুক শ, ভিক্টর লিন্ডেলফ, এরিক বেইলি, মার্কোস রোহো, দিয়োগো ডালট, ব্রান্ডন উইলিয়ামস।

মধ্যমাঠ: আনহেল গোমেজ, ফ্রেড, আন্দ্রেয়াস পেরেইরা, স্কট ম্যাকটমিনি, জেমস গার্নার।

আক্রমণভাগ: মার্কাস রাশফোর্ড, রোমেলু লুকাকু, ম্যাসন গ্রিনউড, টাহিথ চোং।

Comments